মধুপুরে ভূয়া ডাক্তার মাসুদ আটক, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ ডাক্তারি পাস না করেও দীর্ঘদিন ধরে নামের পাশে ডাক্তার লিখে রোগীদের বিভিন্ন জটিল ভুয়া চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন টাঙ্গাইলের মধুপুরের কথিত ও ভুয়া চিকিৎসক (ডাক্তার) মাসুদ আহমেদ। সে ডাক্তারি বিষয়ে পড়াশোনা না করে হয়ে যান চিকিৎসক।

সে ফার্মেসিতে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে এমবিবিএস, এফসিপিএস ও সিসিডি ডিগ্রী লাগিয়ে ভিজিডিং কার্ড, নিজস্ব প্যাড তৈরি করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করতো।

এমনি এক অভিযোগ ভিভিত্তে বুধবার (২৬ অক্টোবর) বিকালে মধুপুর উপজেলা পৌর শহরের জামালপুর রোডে হাসপাতাল পাশের শাহজাহালাল ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। অভিযানে মাসুদকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেওয়া হয়। একইসঙ্গে শাহজালাল ফার্মেসির মালিক মো. সাদিকুর রহমানকেও ২০ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, মাসুস আহমেদ নামে ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে চিকিৎসা সেবা দিচ্ছিল। সে ডাক্তারিতে পড়াশোনা না করে এমবিবিএস, এফসিপিএস ও সিসিডি ডিগ্রী লাগিয়ে ভিজিডিং কার্ড, প্যাড ও চিকিৎসাপত্র ব্যবহার করতো সে।

এমন সংবাদের ভিত্তিতে শহরের শাহজাহালাল ফার্মেসিতে অভিযান চালিয়ে মাসুদকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসময় শাহজালাল ফার্মেসির মালিক সাদিকুর রহমানকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap