নিজস্ব প্রতিনিধিঃ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে। এ বছর এই কলেজ থেকে বিজ্ঞান বিভাগের ৫১ জন ছাত্র অংশ নেয়।
জিপিএ ৫ প্রাপ্ত ছাত্ররা হলেন- ক্যাডেট নুর, আরিয়ান, মোবাসসির, মোনেম, নাভিদ, তালহা, রিজুয়ান, রাহিক, হাসিব, আহাম্মদুল্লাহ্, মেরাজ, জাকারিয়া, রাউন, তানভির, রাফিল, ফাহান, সোয়াদ, জামিল, সাবিক, সাকিব, তুহিন, আরাফাত, মেহেদি, সাফওয়ান, তাওহীদ, ফাতিন, রাফিয়ান, পারথিব, তৌফিক, ধ্রুব, হাসিব, সাদিক, আসিব, আশির, তাওসিফ, জিয়াদাদ, হাবিব, হাসনাত, আশিষ, মাহির, মাহমুদ, নাফি, সিয়াম, জয়, রায়াতুল, ঐশিক, মাহিন, সজিব, আবরার, হাদি।
কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন নুর-ই-আলম বলেন, কলেজের এই সাফল্যে আমি খুবই আনন্দিত। করোনাকালীনও তাদের পড়াশুনায় কোন ঘাটতি ছিল না। তাদের কঠোর অধ্যবসায়, শিক্ষক, অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।
Leave a Reply