নিজস্ব প্রতিনিধিঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে প্রথমবারের মতো সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজন ও শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলেও শিক্ষক দিবস পালন করেছে জেলার সর্বস্তরের শিক্ষকরা। এ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে পৌর শহরের পৌর উদ্যানে র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। র্যালি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পরে র্যালি শেষে আলোচনা ও বৃক্ষরোপনের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দী, কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবিএম বদরুল আলম, সরকারি এমএম আলী কলেজের অধ্যক্ষ শহীদুজ্জামান মিয়া, সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহীদ্জ্জুামান, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখা’র সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সাজ্জাদুর রহমান প্রমুখ।
Leave a Reply