নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের এলেঙ্গায় মহিলা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এলেঙ্গা জমিদার বাড়ি প্রাঙ্গনে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য ও চিত্রা ভট্টাচার্য এমপি স্মৃতি ট্রাস্ট মহিলা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রে নির্মান করেছে। মহিলা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্ভোধন করেন অর্থনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদ্রুত ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন এলেঙ্গা জমিদার বাড়ির উত্তরাধিকারী প্রদীপ কমল ভট্টাচার্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী রিপন, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন, এলঙ্গা পৌর সভার কাউন্সিলর জহুরা বেগম ও আলেয়া খানম, এলেঙ্গা জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সায়মা হক,বিশিষ্ট ব্যবসায়ী কার্তিক চন্দ্র সাহা,সাংবাদিক মৃনাল কান্তি রায় প্রমুখ।
বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা করেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডাঃ নুজহাত তাবাসসুম শান্তা। এলেঙ্গা পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মহিলা ও শিশুরা চিকিৎসা নিতে দেখা যায়।
Leave a Reply