নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পরাজিত হয়ে ভোটারদের দেওয়া টাকা ফেরত চাওয়া সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি স্বাক্ষরিত এক চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে প্রেরণ করা হয়।
ওই চিঠিতে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন, জেলা পরিষদ নির্বাচনের ১১নং ওয়ার্ডে (বাসাইল) সদস্য প্রার্থী মো. রফিকুল ইসলাম তার পক্ষে ভোট নেওয়ার জন্য ভোটারদের অর্থ প্রদান করেন। তাকে ভোট না দেওয়ায় অর্থ ফেরত চাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। ওই বিষয়ে সরেজমিন তদন্ত করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তদন্ত করে জানান, মো. রফিকুল ইসলাম নির্বাচনে পরাজয়ে আবেগ বশবর্তী হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাৎক্ষণিক তা মুছে ফেলেন এবং ভুল হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করেন। তিনি কাউকে টাকা দেননি, নির্বাচকমণ্ডলীর অনেকে টাকা লেনদেনের বিষয়ে জানে না বলেও জানিয়েছেন। ওই বিষয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, তবে অভিযুক্ত ব্যক্তির কার্যক্রম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই ১১নং ওয়ার্ডে সদস্য প্রার্থীর কার্যক্রমে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিধায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
Leave a Reply