নিজস্ব প্রতিনিধিঃ মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামবাসীর আয়োজনে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ যেন এক মিলন মেলায় পরিনত হয়েছে বুধিরপাড়া গ্রামবাসীর মধ্যে। নিজ আত্মীয় স্বজন ছাড়াও দূরদূরান্তের মানুষ গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ দেখতে ভিড় জামায় বুধিরপাড়া বিলে।
নৌকা বাইচ উদ্বোধন হিসাবে ঘোষণা করেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।
সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সিদ্দিকী খোকন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও মহেড়া পেপার মিলস এর চেয়ারম্যান তাহেরুল ইসলাম তাহের।
পরিচালনায় ছিলেন, বহুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ইমতিয়াজ সুমন ও বহুরিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা সদস্য শেখ জসীমসহ বুধিরপাড়া গ্রামবাসী।
মানিকগঞ্জ, নাগরপুর, মির্জাপুর, বাসাইল উপজেলার বাইচের ১৪টি নৌকা অংশগ্রহণের মাধ্যমে ৩টি নৌকাকে প্রথম ঘোষণা করা হয়। পরে আবার প্রতিযোগিতায় আরো ৩টি নৌকাকে দ্বিতীয় ঘোষণা করা হয়।
Leave a Reply