নিজস্ব প্রতিনিধিঃ “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে যানবাহন শ্রমিক, চালক ও মালিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নতুন বাস টার্মিনালে নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, কেন্দ্রীয় কমিটির নিরাপদ সড়ক চাই’র মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেনসহ কেন্দ্রীয় ও নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল শাখার সদস্যবৃন্দ, যানবাহন মালিক, চালক, শ্রমিকসহ উপস্থিত ছিলেন।
Leave a Reply