নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ফলদা ঝিনাই নদীতে শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার ফলদা এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত নৌকাবাইচ দেখতে সকল বয়সী হাজারো নারী-পুরুষ ভিড় জমায় নদীর দুই পারে।
নৌকাবাইচে অংশ নেয়া নৌকার মাঝি-মাল্লাদের হৈ-হুল্লোর ও দর্শনার্থীদের পদচারনায় মুখোরিত হয়ে উঠে নদীর দুই পার। নৌকাবাইচ পরিচালনা কমিটির সভাপতি সরণ দত্তর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভুঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য খায়রুল ইসলাম তালুকদার, সদস্য সচিব নাছির উদ্দিন সুজনসহ অন্যান্যরা।
নৌকা বাইচ প্রতিযোগিতা ২২টি নৌকা অংশগ্রহণ করে। শেষে বিজয়ী নৌকার মাঝি-মাল্লাদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিরা।
Leave a Reply