নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে তিন দিনব্যাপী ১০ম লাবিব প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে।
শনিবার সকালে টুর্নামেন্টের সমাপনী দিনের খেলা উদ্বোধন করেন শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান পিএসসি।
এ সময় টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান লাবিব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জসিম উদ্দিনসহ বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ঘাটাইল, ঢাকা, সাভার ও ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের শতাধিক গলফার এ টুর্নামেন্টে অংশ নেন।
Leave a Reply