অবশেষে নেদারল্যান্ডসর বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়

ক্রীড়া ডেস্কঃ প্রথম ম্যাচটি শেষ বলে গিয়ে ভারতের কাছে হারলো অবিশ্বাস্যভাবে। এরপর জিম্বাবুয়ের কাছেও শেষ বলে গিয়ে ১ রানে হারে। শেষ মুহূর্তে গিয়ে দুটি ম্যাচ হারার পর অবশেষে জিতলো পাকিস্তান। রোববার (৩০ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে তারা ৬ উইকেটে জয় পেয়েছে।

এদিন নেদারল্যান্ডস আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৯১ রান তোলে। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে জয় নিশ্চিত করে।

মাত্র ৯২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দ্বিতীয় ওভারের শেষ বলে রান আউটে কাটা পড়েন অধিনায়ক বাবর আজম। ৫ বলে ৪ রান করে ফেরেন তিনি। অষ্টম ওভারে গিয়ে ফেরেন ফখর জামানও। ১৬ বলে ৩ চারে ২০টি রান আসে তার ব্যাট থেকে।

রিজওয়ান অবশ্য একপ্রান্ত আগলে ব্যাটিং করতে থাকেন। তবে মিস করেন হাফসেঞ্চুরি। জয়ের দ্বারপ্রান্তে এসে ৩৯ বলে ৫ রানে ৪৯ রান করে কট বিহাইন্ড হন তিনি। জয় থেকে এক রান দূরে থাকতে আউট হন শান মাসুদও (১২)। ইফতিখার আহমেদ ও শাদাব খানের ব্যাটে শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

বল হাতে নেদারল্যান্ডসের ব্রান্ডন গ্লোভার ২টি উইকেট নেন।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপের মুখে মোটেও সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। তাদের মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পারেন। তার মধ্যে কলিন অ্যাকারম্যান ২৭ বলে ২৭ এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস ২০ বলে করেন ১৫ রান। তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রান তুলতে পারে তারা।

পাকিস্তানের শাদাব খান ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ২টি উইকেট। আরেক নাসিম শাহ ১ উইকেট নিলেও ৪ ওভারে দেন মাত্র ১১ রান।

ম্যাচসেরা হন শাদাব খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap