ঘাটাইলে বিভিন্ন গ্রামে মুগ্ধতা ছড়াচ্ছে পলাশ ফুল

ঘাটাইল প্রতিনিধিঃ ফাগুনের আগমনে গাছে গাছে ফুটেছে রঙিন পালাশ। যেন চারপাশে মুখরিত ফুলের রঙে রঙিন মুগ্ধতা ছড়াচ্ছে। পালাশের গন্ধে সৌরভ ছড়াচ্ছে দিক-দিগন্তের গাছে গাছে। হলুদের আবরণে গ্রামের বিভিন্ন পথ-ঘাটে এক রৌদ্রজ্জ্বল আবেশঘন পরিবেশ যেন হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে। সতেজতা ফিরে পেয়েছে গ্রামের মেঠোপথও। আনন্দে উচ্ছ্বসিত হয়ে মেতে ওঠেছে পখ-পাখালির কলরব।

ঘাটাইল উপজেলার রসুলপুর, লক্ষিন্দর, সাগরদিঘী, ধলাপাড়া সন্ধানপুরসহ বিভিন্ন এলাকার গ্রামের পথে-প্রান্তের গাছে গাছে হলুদের নিবিড় সমাগম উপস্থিতির দেখা পাওয়া যায়। এসব এলাকার পক্ষী কুলে ফিরে এসেছে আনন্দ-উল্লাসের এক নতুন আমেজ।

ফাগুনের আগমনী বার্তা বয়ে বেড়াচ্ছে হলুদ রঙের পলাশ ফুল। ফুলে বসতে শুরু করেছে পখ-পাখালি, মৌ মৌ গন্ধে মধু সংগ্রহে মেতেছে মৌমাছির দল। দিগ-দিগন্ত জুড়ে প্রাকৃতিক আবেশ যেন চিরচেনা সাজে সেজেছে। সবুজের সমারোহে সমৃদ্ধ হয়ে রঙিন বসন্ত এক অপরূপ দৃশ্যের প্রতিচ্ছবি যেন রূপকথার মতো।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মো. সানোয়ার হোসেন ও মো. মোশারফ হোসেন জানান, পলাশ ফুলের রঙিন উচ্ছ্বাসে চারপাশে নতুনরূপে সেজেছে। এরকম মনোমুগ্ধকর পরিবেশ যেন নয়ন জুড়িয়ে যায়। এমন প্রকৃতির ছোয়া পেয়ে আমরা খুবই আনন্দিত । চারপাশের ফাগুনী হাওয়া যেন মনে নাড়া দিয়ে যাচ্ছে।

প্রকৃতিপ্রেমী ও গবেষক খাদেমুল ইসলাম মামুন জানান, প্রতি বছরের ন্যায় এবাবো ফাগুনের আরম্ভে গাছে গাছে আগুন রঙের পলাশ ফুল হৃদয় মাতিয়ে যেন বসন্তে ভালোবাসা ছড়াচ্ছে। বাতাসে ভেসে বেরাচ্ছে সৌরভিত পলাশের সুগন্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap