নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরে দুই বোতল দেশীয় মদ ও ৬টি বিয়ার ক্যানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শহরের ভিক্টোরিয়া রোড থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো- পৌর শহরের কৃষ্টনগর এলাকার আব্দুল হালিমের ছেলে বাশার (৩২), পৌর শহরের ভাল্লুককান্দি এলাকার কুদ্দুস প্রামাণিকের ছেলে ফেরদৌস হীরা (৪১)।
এ সময় দুই বোতল দেশীয় মদ, ৬টি বিয়ার ক্যান, ২টি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ তাদেরকে হাতেনাতে আটক করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ এবং বিয়ার অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রি উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো।
তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পার্ক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী হাাফিজুল (৪০) নামের একজনকে আটক করা হয়।
সে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। পরে তাকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply