নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দুই ফিলিং স্টেশনের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।তেল কম দেয়ার অভিযোগে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা ফিলিং স্টেশনগুলোতে পরিমাপে তেল কম দেয়ার অভিযোগ উঠে। এ খবর জানতে পেরে সোমবার দুপুরে ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। কুরনী এলাকার আজিজ ফিলিং স্টেশন ও আছিমতলা এলাকার লৌহজং ফিলিং স্টেশনে তেল কম দেয়ার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।পরে ওই দুই ফিলিং স্টেশনের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক কামরুল পলাশ।
মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply