মধুপুরে ইউএনও’র সহযোগীতায় আত্মসাতের টাকা ফেরত পেলেন ভিক্ষুক দুদু মিয়া (৭৫)

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ভিক্ষুক দুদু মিয়া (৭৫) ৫ বছরের আত্মসাতের টাকা ফেরত পেলেন।

সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্ষালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে আত্মসাতের ৫৫ হাজার টাকা ১০কেজি চাউল ও ২টি কম্বল দুদু মিয়ার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।

সংবাদ প্রকাশ, গত ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে ❝ভিক্ষুকের টাকা আত্মসাৎ❞ নামক শিরোনামে গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি উভয়পক্ষকে হাজির করেন এবং সত্যতা প্রমাণিত হয়।

এরই ধারাবাহিকতায় উভয়পক্ষের সম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসারের দীর্ঘ প্রচেষ্ঠার পর ১৪ফেব্রুয়ারী তার সভাকক্ষে উক্ত আত্মসাতের টাকা হস্তান্তর করেন। ৫ বছরপর টাকা হাতে পেয়ে ভিক্ষুক দুদু মিয়া ও তার স্ত্রী খুশিতে বাক বন্দি হয়ে পড়েন।

এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, আব্দুল মান্নান,প্রেসক্লাব মধুপুর এর সভাপতি আঃ হামিদ সাধারণ সম্পাদক বাবুল রানা সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap