নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার সরিষাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্র মতে, পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার সরিষাদাইর, গোড়াকী ও কদিম ধল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি খান আহমেদ শুভ। যার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪১ লাখ ১৬ হাজার টাকা।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, যুগ্ম-সম্পাদক এসএম মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমূখ।
Leave a Reply