ধনবাড়ী পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল। এ সময় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ সময় মেয়র বলেন, জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। আমার একটাই লক্ষ্য এই পৌরসভাকে আধুনিক পৌরসভায় গড়তে চাই। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। ভালোবাসার সম্মান রক্ষা করতে চাই। দোরগড়ায় সেবা পৌঁছে দিতে চাই। সেবা ও উন্নয়নই আমার মূল লক্ষ্য। এজন্য আমি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করি।

এ সময় ধনবাড়ী পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি পালন করের এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap