কালিহাতীতে ইউএনও’র বিদায় ও নতুন ইউএনও’র বরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমকে বদলী জনিত কারণে বিদায় ও নবাগত নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনকে বরণ করে নেয়া হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস রিনা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap