মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

ভৈরবে ছোট ভাই ও তার চাচা শশুরের লাঠীর আঘাতে লিলু মিয়া নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে লিলু মিয়া ৫৫ নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাই স্বপন মিয়া ও তার শশুরের বিরুদ্বে। গতকাল বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নামা পাড়া গ্রামের মুন্সি বাড়ীতে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও এলাকাবাসীর মাধ্যমে জানাযায়,উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের লিলু মিয়ার ছোট ভাই স্বপন মিয়া ঘর তুলতে গিয়ে বড় ভাইয়ে কাছে এক হাত জায়গা দাবী করে। বড় ভাই জায়গা দিতে রাজী না হওয়ায় এই নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের শশূর ইদ্রিছ মিয়া লাঠি নিয়ে তার লিলু মিয়াকে এলো পাথারী আঘাত করে। এই সময় সে আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিলু মিয়া গজারিয়া ইউনিয়নের নামাপাড়া মুন্সিবাড়ীর মৃত নুরুল হকের ছেলে।

নিহতের ছেলে নজরুল ইসলাম বলেন, সকালে আমি আর আমার পিতা বাড়ির কাজ করছিলাম। তখন স্বপন মিয়া ও তার চাচা শশুর ইদ্রিছ মিয়া লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে এক হাত জায়গার দাবী করলে আমার পিতা আপত্বি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিছ মিয়া আমার পিতাকে লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। আহত অবস্থায় আমার পিতাকে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেররণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights