মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

ভূঞাপুরে সকল প্রার্থীর মনোয়ন বৈধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে যাচাই-বাছাই কমিটি।

উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫জন ও বিএনপির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী ও জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবলু।

ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল হক আরজু, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেকউপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোছা. হোসনে আরা বেবী এবং উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন খানম লোপা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মঞ্জুয়ারা নামের আরেকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্রে কিছু তথ্য জটিলতার কারণে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা ও ভাইস চেয়ারম্যান পদে আরিফুল হক আরজুর মনোয়নপত্র স্থগিত করার পর আবার বৈধ ঘোষণা করা হয়।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার জানান, তথ্যগত কিছু সমস্যা দেখা দিলে পরে প্রাথীদ্বয় তা খন্ডন করার পর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জমা দেয়ার শেষ দিন ছিলো ২১ এপ্রিল, বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল, আপিল দায়ের ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২ মে। উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২১ মে ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights