মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

শিরোনাম :
টাংগাইলে আজ কারফিউ সকাল ৭টা হতে সন্ধা ৭টা পর্যন্ত শিথিল কোরিয়ান শিক্ষার্থীদের মাভাবিপ্রবি পরিদর্শন টাংগাইলে কারফিউ শিথিল করায় জনজীবন স্বাভাবিক হয়েছে মির্জাপুরে বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে কলেজছাত্রীর অবস্থান টাংগাইলে আন্দোলনকারীদের জ্বালাও-পোড়াও হামলা-ভাঙচুর মামলায় গ্রেপ্তার ১৭৫ কলম্বিয়াকে হারিয়ে কোপার সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঘাটাইলের সাগরদীঘি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বাসাইলে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ মির্জাপুরে সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী পালন টাংগাইলে কোট সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

গোপালপুরে ভেঙ্গে পড়েছে ঝিনাই নদীর উপর নির্মিত ব্রীজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ কচুরি পানার প্রবল চাপে ভেঙ্গে পড়েছে, ঝিনাই নদীর উপর নির্মিত টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের বনমালী-জামতৈল ব্রীজ। এতে বিলডগা, বনমালী থেকে জামতৈল,সোনাটাসহ কয়েকটি গ্রামের যোগাযোগ বিছিন্ন রয়েছে। কৃষিপন্য পরিবহন ও শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে সমস্যা হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিন ঘুরে জানা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায়, ঝিনাই নদীর পানির প্রবল স্রোতে ভেসে আসা কচুরিপানা ব্রীজের পশ্চিম জমতে থাকে। কচুরি পানার চাপে ভোররাতে ৪০মিটার দৈর্ঘ্য ও ৫ফুট ব্রীজের দুটি স্লাব ভেঙ্গে নদীতে পড়েছে। ব্রীজটি এল‌জিইডির অধীনে ২০০০সালে নির্মিত হয়েছিলো।
ব্রীজের উজানে কচুরিপানার স্তর এতটাই পুরু হয়েছে যে, প্রবল স্রোতের ঝিনাই নদীর ওপর কচুরিপানা দিয়ে এপার থেকে ওপার দৌড়ে পাড় হওয়া যাচ্ছে।
বিলডগা গ্রামের কৃষক হরমুজ জানান, সোমবার থেকে স্রোতের সাথে কচুরিপানা আসতে থাকে, আমরা (স্থানীয়রা) নিজ উদ্যোগে ছাড়িয়ে দিতাম। বুধবার উপজেলা ইলেকশন নিয়ে ব্যস্ত থাকায় এদিকে কেউ আসতে পারি নাই। এরপর কচুরিপানার চাপে ব্রীজটি ভেঙ্গে গেছে। এখন যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। অনেক ঘুরে নলিন হাটসহ অন্যান্য হাটে যেতে হবে। ব্রীজটি দ্রুত নির্মাণের দাবি জানাই।
নগদা শিমলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল বলেন, ব্রীজটি অনেক পুরনো ও  পিলারের নিচে মাটি সরে যাওয়ায় কচুরিপানা চাপে ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। এলজিইডি ও  ইউএনও স্যারের সাথে কথা বলে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করবো।
উপ‌জেলা এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান ব‌লেন, সেতু‌টি অনেক পুরোনো হওয়ায় নির্মাণ ব্যয়ের ফাইল অফিসে নেই। এটা আর সংস্কার করা যাবে না। ৫০০ মিটার ডাউনে আরেকটি ব্রীজের প্রকল্প দেয়া আছে। প্রকল্পটি পাশ হয়ে এলে আগামী এক বছরের মধ্যে ডাউনে আরেকটি ব্রীজ নির্মাণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights