মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

শিরোনাম :
সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত বিএনপি বারবার ভোট বর্জন করে মানুষের কাছ থেকে দুরে সরে যাচ্ছে-ড. আব্দুর রাজ্জাক এমপি ধনবাড়ী ও মধুপুরে প্রথম ধাপে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে মধুপুরে উপজেলা নির্বাচনে শেষ হাসি হাসবে কে? মধুপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন গারো সম্প্রদায়ের দুই প্রার্থী নাগরপুরে স‘মিল শ্রমিককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাং এর সদস্যরা মাভিপ্রবিতে বায়োকেমিক্যাল পার্সপেক্টিভ ” শীর্ষক সেমিনার মাভিপ্রবিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্রলীগের সমাবেশ সখীপুরে চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ির বাড়িতে দুর্ধর্ষ চুরি ঘাটাইলে কালের সাক্ষী “হুতার বাড়ি”

মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়।

মোনাজাত শেষ হয় সকাল ৯টা ২৩ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।

গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে বিশ্ব ইজতেমার ময়দান লাখ লাখ মুসল্লিদের আগমনে ভরে ওঠে। গত তিনদিন দেশ-বিদেশের শীর্ষ স্থানীয় মুরব্বিদের বয়ান শোনেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়কের বিভিন্ন খালি জায়গা ও আশপাশের অলিগলিতে অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। এছাড়া বাসা-বাড়ির ছাদ, শিল্প কারখানার ছাদসহ তুরাগ তীরে নৌকা ও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে শরিক হন লাখ লাখ মুসল্লি।

আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক কিছু কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। পরে তা তরজমা করেন মাওলানা জুবায়ের। বাদ ফজর বয়ান করেন মাওলানা জিয়াউল হক। তা বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান। এটি একটি হেদায়েতি বয়ান। যারা আল্লাহর রাস্তায় বের হবেন তাবলিগের সফরে তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বয়ান।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তাবলীগ জামাতের ১৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights