মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

শিরোনাম :
মধুপুরে বনের জলাশয় দখল করে ভরাট কালিহাতীতে ১৪৪ ধারা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে মির্জাপুরে সাংবাদিকদের সাথে শিল্পপতি রেজাউল করিম বাবুলর মতবিনিময় টাংগাইলে বাড়ির আঙ্গিনায় ও ছাদ বাগান করলেই পাবেন উপহার মধুপুরের আলোকদিয়ায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা সভা কালিহাতীতে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে পড়ে বাস!! ঘাটাইলে পাঁচ গরুসহ গাড়ি রেখে পালিয়ে যায় গরু চোররা সখীপুরে তীব্র তাপদাহের মধ্যেই ধান কাটছে কৃষি শ্রমিকরা ঘাটাইলে বাখাটেদের টাকা না দেওয়ায় প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নাবালিকার সঙ্গে বিয়ে দেওয়ার অপচেষ্টা সখীপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ

ঘাটাইলে জোর করে বাঁশ কেটে নেয়ার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামে জোর করে বাগানের বাঁশ কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ দ্বীন ইসলামের বিরুদ্ধে। তিনি ঐ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এ বিষয়ে বাগানের মালিক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ছনখোলা গ্রামের নাসিরের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার দ্বীন ইসলামের ১০.৫ শতাংশ জায়গা নিয়ে বিরোধ চলছিল। নাসির উদ্দিনের ভাষ্য উক্ত জমি ১৫বছর আগে ক্রয় করে সেখানে একটি বাঁশ বাগান করি। সেখান থেকে আমাকে না জানিয়ে গত ১৫ ফেব্রুয়ারি শতাধিক বাঁশ কেটে নিয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে দ্বীন ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করে।

অভিযোগের বিষয়ে বিবাদী দ্বীন ইসলাম বলেন, আমি নেশাগ্রস্থ অবস্থায় দলিলে সই দিয়েছি। আমার তখন মাথা ঠিক ছিল না ।

বাগানের বাঁশ জোর করে কেটে নেয়ার বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু জানান, জমির দলিল দেখে ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে ব্যবস্থা গ্রহণ করবো।

ঘাটাইল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করে এসেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights