মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

First Online Newspaper in Madhupur

শিরোনাম :
মধুপুরে বনের জলাশয় দখল করে ভরাট কালিহাতীতে ১৪৪ ধারা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে মির্জাপুরে সাংবাদিকদের সাথে শিল্পপতি রেজাউল করিম বাবুলর মতবিনিময় টাংগাইলে বাড়ির আঙ্গিনায় ও ছাদ বাগান করলেই পাবেন উপহার মধুপুরের আলোকদিয়ায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা সভা কালিহাতীতে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে পড়ে বাস!! ঘাটাইলে পাঁচ গরুসহ গাড়ি রেখে পালিয়ে যায় গরু চোররা সখীপুরে তীব্র তাপদাহের মধ্যেই ধান কাটছে কৃষি শ্রমিকরা ঘাটাইলে বাখাটেদের টাকা না দেওয়ায় প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নাবালিকার সঙ্গে বিয়ে দেওয়ার অপচেষ্টা সখীপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ

বাসাইলে তিনজন সেনা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর উপহার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে তিনজন সেনা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর উপহার দেয়া হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে বাসাইল পৌর শহরের আন্দাইরাপাড়া এলাকায় ঘরের চাবি ও মিষ্টি তুলে দেন সেনাবাহিনীর বিএ-৫২৯২ বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, এস ইউপি, পিপি এম এস, ডিনডিসি, এ এফব্লিউ সি, পিসসি, কমান্ডার-৯৮ কম্পোজিট বিগ্রেড।

ঘর পেলেন বাসাইল পৌর শহরের সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মৃত কোরবান আলী, উপজেলার ঝনঝনিয়া গ্রামের সেনাবাহিনীর সৈনিক (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মৃত কফিল উদ্দিন ও উপজেলার বাথুলীসাদী গ্রামের জাকির হোসেন।

ঘর পেয়ে খুশি সেনাবাহিনীর সৈনিক (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন। তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষে থেকে আমাকে ঘর দেয়া হয়েছে। ঘর পেয়ে আমি অনেক খুশি।

সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মৃত কোরবান আলী ছেলে ইব্রাহিম খলিল বলেন, আমার বাবা সেনাবাহিনীতে চাকরিরত্ব অবস্থায় মুক্তিযোদ্ধে চলে যান। যুদ্ধচলাকালীন আমার বাবা মারা গেছে। বাবার লাশ আমরা পায়নি। সেনাবাহিনীর লোকজন খোঁজ খবর নিয়ে বাবার নামে ঘর করে দিয়েছেন। কখনও চিন্তা করি নাই তারা আমাদের ঘর করে দিবেন। ঘর পেয়ে অনেক ভালো লাগছে।

এসময় উপস্থিত ছিলেন বিএ-৭১৮৮ লে: কনেল কে এম হায়দারুল আলম, পি এসসি অধিনায়ক ১১ আরই ব্যাটালিয়নসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু ও স্থানীয় কাউন্সিলর প্রিন্স মাহমুদ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights