মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে স্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে তার সৎপিতার শাস্তির দাবি জানিয়ে এলাকাবাসী।
উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি কোনাবাড়ি এলাকার মনির নকরেকের নামে এই সৎপিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার জলছত্র ২৫ মাইল বাজার এলাকায় “বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)” মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে শিশু নির্যাতন ও যৌন সহিংসতার ঘটনা দিনদিন বাড়ছে। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। তাই অভিযুক্ত মনির নকরেককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার চেয়ারম্যান উৎপল রেমা, বাগাছাস’র কেন্দ্রীয় সভাপতি অনিক রেমা, মধুপুর শাখার সিনিয়র সহ-সভাপতি লুসন খোকশি, সাবেক সভাপতি বিজয় হাজং, গাসুসের সাংগঠনিক সম্পাদক শ্রাবণ রুগা, সাবেক যোগাযোগ ও গণমাধ্যম সম্পাদক সংগীত চিরান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, জাংগালিয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রেগেন রেমা, সালগিত্লাল যুব সংগঠনের সাবেক সভাপতি রামসিং দালবৎ, ভিক্টিমের মা নুসাংগ্গী দালবৎ।

বক্তারা অভিযোগ করেন, মনির নকরেক পূর্ব থেকেই শিশুটির ওপর মানসিক চাপ সৃষ্টি করছিল। ঘটনার দিন ঘরে একা পেয়ে সে শিশুটিকে স্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অভিযুক্ত জানালা ভেঙে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে।

বক্তারা আরও বলেন, একজন শিশুকে এভাবে নির্যাতনের চেষ্টা কোনোভাবেই মানবিকতার মধ্যে পড়ে না। এ ধরনের অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে সমাজে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তাই মনির নকরেককে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102