মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৬৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি। বিজ্ঞপ্তি অনুসারে টাঙ্গাইল জেলা ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না। এ ছাড়া অন্যান্য জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। এটি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার কয়েকটি জোনাল অফিসের মাধ্যমে ৮টি উপজেলায় বিদ্যুৎ সেবা প্রদান করে। এই উপজেলাগুলো হচ্ছে মির্জাপুর, দেলদুয়ার, বাসাইল, কালিহাতি, নাগপুর, সখিপুর, চৌহালি ও টাঙ্গাইল সদর।

১৯৮০ সালের ১৮ জানুয়ারী এটি প্রতিষ্ঠিত হলেও ১৯৮১ সালের ১০ অক্টোবর যাত্রা শুরু করে। এর অধীন ৮৩টি ইউনিয়ন ও ১৫৮৪টি গ্রাম রয়েছে। টাঙ্গাইল শহরের আশেকপুর অফিসটি প্রধান অফিস হিসাবে ব্যবহার হয়।

পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার

পদসংখ্যা: ৪৯টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ১ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

প্রার্থীকে চারটি মৌলিক প্রক্রিয়া যেমন গাণিতিক যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে।

প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে।

গ্রাহকের সঙ্গে কাজ করার মানসিকতা থাকা জরুরি প্রার্থীর জন্য। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজের বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দিতে হবে।

বেতন: পবিস বেতন কাঠামো- ২০১৬ অনুযায়ী মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য ভাতা প্রদেয় হবে।

বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি বা সমমানের সনদ বিবেচিত হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট প্রযোজ্য নয়।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা (অফেরতযোগ্য)।

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদনের সময় প্রার্থী নিজের রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর ((দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের ছবি সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি বিকেল ৫টা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102