টাঙ্গাইলের মধুপুরের ব্রাহ্মণবাড়িয়া হিরণ বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
০১ সেপ্টেম্বর সোমবার সকালে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. জুবায়ের হোসেন। তিনি জানান উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া হিরণ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
মির্জাবাড়ী ইউনিয়নের হিরণ বাজারে মিষ্টির দোকানে ১ কেজির মিষ্টির জন্য ১৪৫ গ্রাম ওজনের কার্টুন ব্যবহার করে গ্রাহককে ওজনে কম দেয়ার অপরাধে দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও পরবর্তীতে যদি কেউ এ ধরনের অপরাধ করে তাহলে তাদেরকে জরিমানা ও কঠোর শাস্তির আওতায় আনা হবে।
তিনি জানান,এ ধরনের অভিযান ভোক্তা ও জনসাধারণের স্বার্থ বিবেচনায় নিয়মিত অব্যাহত থাকবে।