মধুপুরে চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর(শনিবার) সকালে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গভর্নিং বডির এডহক(সাময়িক) কমিটির সভাপতি প্রকৌশলী শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা কৃষক মো: ছানোয়ার হোসেন, আব্দুর রহিম মিয়া(ডিগ্রি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইফরান হাসান তোতা, স্কুল এলামনাই এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাফ্ফর আকন্দ বাদাল, ধলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হুমায়ুন কবির, প্রভাষক শহিদুল্লাহ কায়সার, জামিরুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ।
প্রায় হাজার খানেক অভিভাবক ও সুধী জনের উপস্থিতিতে এ সমাবেশে প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন আলোচনা করা হয়।