ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে ট্রাকের চাপায় অনিক (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। অনিকের বাড়ি মুক্তাগাছা উপজেলায়।
জানা গেছে, অনিক মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে নানার বাড়িতে থেকে গোড়াই শিল্পাঞ্চল এলাকার একটি টাইলস কারখানায় কাজ করতেন।








