মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ। তিনি রোববার রাতে মধুপুরের নাগবাড়ী এলাকায় তার নির্বাচনী অফিস উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আজাদ বলেন, তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এই মাদক থেকে তাদের দূরে রাখতে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। সেই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মতবিনিময় সভায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক নূরুল আলম মেম্বার, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় মধুপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102