মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারটিয়া জামিয়া আলহেরা মাদরাসায় বিশেষ দোয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অন্তর থেকে সবাই দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া জামিয়া আলহেরা মাদরাসায় বিশেষ দোয়া মাহফিল হয়।

সহস্রাধিক শিক্ষার্থীর সঙ্গে দোয়ায় অংশ নিয়ে টুকু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাপলা চত্বরে হুজুরদের গুলি করে হত্যার প্রতিবাদ করেছেন। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে তিনি জুলুম-নির্যাতনের প্রতিবাদ করেছেন।’

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102