মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

কালিহাতীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আসামি মানিক মিয়া (৪০) পলাতক রয়েছেন। এ বিষয়ে ওইদিন রাতেই থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

অভিযুক্ত রিকশাচালক মানিক মিয়া একই এলাকার আব্দুল আজিজের ছেলে।

মামলা ও পুলিশ সূত্র জানায়, মেয়েটির ভ্যানচালক বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। মা অতি কষ্টে ধারদেনা করে বাবার চিকিৎসা ও আমার লেখাপড়া চালান। রবিবার দুপুরে বাড়ির পাশের ক্ষেতে শাক তুলতে গেলে একা পেয়ে জোর করে মেশিন ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে মানিক।

কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মেয়েটি বাড়িতে এসে জানালে অভিযুক্তের বাড়িতে যান ওর মা। ওই সময় মানিকের ছেলে ও পরিবারের লোকজন মারধর করে তাড়িয়ে দেন।ভুক্তভোগীর মা বলেন, থানায় মামলা করেছি।

প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই। যাতে কোনো অসহায় মেয়ের এরকম সর্বনাশ করার সাহস কেউ না পায়। স্থানীয় প্রভাবশালীরা ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ধর্ষণের মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গতকাল সোমবার ভুক্তভোগীর মেডিক্যাল টেস্ট এবং আদালতে জবানবন্দি সম্পন্ন হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102