মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মধুপুরের পাহাড়ীয়া গড়াঞ্চলে নতুন ধরনের আদা চাষে কৃষকরা আনন্দে চাপড়ী ও গারো বাজারে হোটেলে মোবাইল কোর্ট, ২৩ হাজার টাকা জরিমানা মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

সখীপুরে ১ মণ গাঁজাসহ চার নারী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বস্তা ভর্তি এক মণ গাঁজার সঙ্গে চার নারী মাদক কারবারিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া বাজারের প্রয়াত মোহাম্মদ আলী ওরফে সেনাপতির বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে উদ্ধার করা একটি বস্তা ও তিনটি স্কুল ব্যাগে আনুমানিক একমণ গাঁজা রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি বিভিন্ন জেলায়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা বেগম (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নড়িয়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৬)।

জানা গেছে, প্রায় একমাস আগে দুই নারী কচুয়া বাজারের মোহাম্মদ আলী ওরফে সেনাপতির বাসাটি ভাড়া নেন। দুই দিন আগে পিকআপে করে গাঁজা ভর্তি একটি বস্তা ও কয়েকটি ব্যাগ ওই বাসায় নিয়ে আসে।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে বস্তা ভর্তি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত। উদ্ধার করা গাঁজা গাজীপুর জেলা থেকে এনে সখীপুরে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। কচুয়া এলাকার যে বাসা থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে ওই এলাকার কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছে কী না তা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102