মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম :
বিনিময় বাসে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ, করটিয়ায় বাস আটক টাংগাইলে পুলিশের বিশেষ অভিযানে ৮জন গ্রেফতার জাতীয় সংসদ নির্বাচন, সাংবাদিকদের কার্ড পেতে অনলাইনে আবেদন কাল থেকে সারা দেশে এলপিজি সরবরাহ বন্ধের হুমকি মধুপুরে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মধুপুরে মহিষমারা কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় ‘উৎপাদনমুখী শিক্ষা’ টাংগাইলে ভোটার বেড়েছে ১ লাখ ৮৭ হাজার জন আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ মধুপুরে সংবাদের জেরে নদীর কিনার থেকে লাশ উত্তোলন মধুপুরে আত্মহত্যার লাশ হওয়ায় বংশাই নদীতে দাফন

টাংগাইলে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সনদ, ম্যাগাজিন ও বৃত্তি প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে ২০ এপ্রিল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বৃত্তি পরীক্ষায় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্য থেকে ৭০৪ জন মেধাবী শিক্ষার্থীকে এ অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিসুল হক। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন, টিচার্স ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু সালেহ মোঃ মাইন উদ্দিন, আবু সামা মিঞা, মোঃ সাখাওয়াত হোসেন, সাহিত্য সম্পাদক ভবেশ মুকুট পাল, কার্যকরী সদস্য মোঃ পারভেজ মিয়া, যুগ্ম সম্পাদক রওশন জামিল, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কামরুল হাসান সিদ্দিকী, মহিলা সম্পাদক সালমা আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ খালিদ মোশারফ, সহ অর্থ সম্পাদক সঞ্চয় চক্রবর্তী, উপ অর্থ সম্পাদক মেহেদী মামুদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশন টাঙ্গাইল সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান’সহ কেন্দ্রীয় কমিটির আনিসুর রহমান সুজন, মোঃ মকবুল হোসেন মোঃ তোফাজ্জল হোসেন ও মোঃ আখতারুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিচার্স ফাউন্ডেশনের সভা ও সেমিনার বিষয়ক সম্পাদক সাবিহা পারভীন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে, তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে। এ বৃত্তি দেয়ার উদ্দেশ্য কিছু টাকা দেয়া না, এর উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। বক্তারা, অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে কয়েকশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নিজ হাতে বৃত্তির সম্মানি ও সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102