মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

মাভিপ্রবিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৫০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের মাস্টার্স ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ ও ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) ১১ টায় ইংরেজি বিভাগের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাজমুস সাদেকীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. রোস্তম আলী, ছাত্র কল্যান ও পরামর্শদান কেন্দ্রের পরিচাক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন।

সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. আনিসুর রহমান আনিছ।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, যারা এখান থেকে সর্ব্বোচ্চ ডিগ্রি নিয়ে যাচ্ছে তাদের যোগ্যতা দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং যারা এখানে নবীন শিক্ষার্থী তারাও ভাগ্যবান যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে পড়াশুনা করার সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভাগের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102