নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে কারফিউ উপেক্ষা করে গণমিছিল করেছে ছাত্র-জনতা। গতকাল শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল মির্জাপুর রেলক্রসিং থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়।
এ সময় তারা সরকারের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেন। সেখানে অবস্থান কর্মসূচি পালন শেষে গণমিছিল নিয়ে মির্জাপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর আন্ডারপাস এলাকায় এসে শেষ হয়।
গণমিছিলের শুরুতে সমন্বয়ক জোবাইদুল ইসলাম নিজুম বলেন, ‘আমাদের চলমান আন্দোলন ও কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চলবেই। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনের মাঠে থাকবো।’