মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোশিয়েশন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ও ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া ৬টি পরিচালক পদে ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
রোববার বিকেল চারটায় মনোনয়নপত্র বিক্রি শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন। গত ১৪ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডিএম শওকত আকবর ও মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোশিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী সোহরাব হোসেন। সহসভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মির্জাপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম শামীম ও মির্জাপুর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী।
ঘোষিত তফসিল অনুযায়ী ২১ডিসেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ২৫নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীর তালিকা প্রকাশ ২৮ নভেম্বর, আপীল গ্রহণ ১ ও ২ডিসেম্বর, আপীলের শুনানী ৩, ৪ ও ৫ ডিসেম্বর, প্রত্যাহার ৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ১০ ডিসেম্বর।
প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন জানান, ১জন সভাপতি, ১জন সহসভাপতি এবং ৬জন পরিচালক নির্বাচিত করতে সমিতির ৩১২ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।