নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২জানুয়ারি ) বিকেলে কাঞ্চনপুর পূর্ব পাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার আমীর আফজাল হোসেন, সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাঞ্চনপুর ইউনিয়ন শাখার আমীর মোঃ মমতাজুল করিম সঞ্চালনায় ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কাঞ্চনপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আবরার অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্হানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।