মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ‘কিওয়ার্ড, সিকুয়েন্স, ইম্পর্টেন্স: এ পটেনশিয়াল টেকনিক ফর কোয়ালিটি থিসিস অ্যান্ড পাবলিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
তিনি বলেন, “গবেষণাপত্র যারা পড়বেন, তাদের জন্য গবেষণাপত্রকে খুবই গুরুত্ব দিয়ে পাবলিকেশন করতে হবে। এই টেকনিকগুলো জানা খুবই জরুরি কারণ ভাল ফল যদি কেউ না দেখে, এর কোনো মূল্য নেই। ফলাফল আমার আছে কিন্তু কেউ জানল না, কেউ সাইন ইন করল না, কেউ দেখল না- সেটা কিন্তু হলো না। আমার ফলাফল আছে, আমি এমনভাবে উপস্থাপন করেছি, যা পাঠককে আকৃষ্ট করেছে এবং এর গুরুত্ব আছে- এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে।”
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ‘ইউনিভার্সিটি অব পুত্রা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ও এমবিএসটিইউ জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডিটর-ইন-চিফ অধ্যাপক ড. মোহাম্মদ মোকাদ্দেস আলী।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।