মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মধুপুরের পাহাড়ীয়া গড়াঞ্চলে নতুন ধরনের আদা চাষে কৃষকরা আনন্দে চাপড়ী ও গারো বাজারে হোটেলে মোবাইল কোর্ট, ২৩ হাজার টাকা জরিমানা মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা অপরুপ সৌন্দর্যে ভরপুর মধুপুর মধুপুরে করাতকলে মোবাইল কোর্ট, জরিমানা ৪০ হাজার

অপরুপ সৌন্দর্যে ভরপুর মধুপুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

লাল মাটি সমৃদ্ধ ও শাল বৃক্ষের ঘন অরণ্যে আচ্ছাদিত টাঙ্গাইলের মধুপুর। ফকির সন্ন্যাসী বিদ্রোহের স্মৃতিবিজড়িত ইতিহাস আর ঐতিহ্য ঘেরা মধুপুর। বংশাই নদীর কোণ ঘেঁষে অবস্থিত এই উপজেলার আছে সমৃদ্ধ প্রাকৃতিক অপরূপ দৃশ্য। ঐতিহাসিক মধুপুর গঢ়, জয়তেঁতুল গ্রামের ঝরনা, হরিণ ও বানরের আনাগোনা, চালা ও বাইদের মন ভোলানো চিত্রপট; সেই সাথে খাল-বিল। সব কিছু মিলিয়ে এক অনিন্দ্য সুন্দর পরিবেশ আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নীল রাজ্যে। আছে জাদুকরী স্বাদ ও ঘ্রাণের সুমিষ্ট আনারস। যা এ অঞ্চলের গর্বের প্রতীক।

দোখলা পিকনিক স্পট

দূর-দূরন্ত থেকে আগত ভ্রমণপ্রেমিরা দেখলা পিকনিক স্পটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এখানকার উঁচু-নিচু পাহাড়ি রাস্তা, ঘন অরণ্য ভ্রমণপিপাসুদের মুহূর্তেই প্রফুল্ল করতে সহায়ক। দোখলা ওয়াচ টাওয়ার থেকে বনের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। দেখতে পাবেন বিরল প্রজাতির রক্ত চন্দন গাছ। বানর ও হনুমানের আনাগোনা আর পাখির কিচিরমিচিরে এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করে।

লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র

৩০ একর জায়গা নিয়ে ১৯৬৬ সালে মধুপুর জাতীয় উদ্যানে স্থাপন করা হয় লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র। এখানে বন্যপ্রাণী ও তরুলতা আর শাল গাছের ঘনঘটা দেখে মনে হবে কোনো শিল্পীর নিখুঁত কারুকাজ। দোখলা পিকনিক স্পট থেকে কিছু দূর সামনে অগ্রসর হলেই চিত্রা হরিণের দেখা পাবেন। উল্লেখযোগ্য বানরের আনাগোনা দর্শনার্থীদের মুগ্ধ করে। ইদানীং লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে ময়ূর ও কচ্ছপ দেখতে পাবেন।

পীরগাছা রাবার বাগান

চোখ জুড়ানো সারিবদ্ধ সুউচ্চ রাবার গাছ মনে প্রশান্তির প্রলেপ এঁকে দেবে। সহস্রাধিক গাছ নিয়ে প্রায় ৩ হাজার ১০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত পীরগাছা রাবার বাগান। এখান থেকে আপনি রাবার সংগ্রহের ধাপগুলো সম্পর্কে ধারণা পাবেন। সুশীতল ছায়াতলে আবৃত্ পীরগাছা রাবার বাগান মধুপুর বনের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে।

মধুপুর মায়াবী প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ও মধুপুর জাতীয় উদ্যানের জন্য সুপরিচিত। সৌন্দর্যে মোড়ানো বিএডিসির সুদীর্ঘ ক্যাম্পাস শহরের ইট-পাথরের জঞ্জাল থেকে আপনাকে এক চিলতে ফুরসত দেবে। আনারসের রাজধানী খ্যাত মধুপুর বাসস্ট্যান্ডে আনারসের ভাস্কর্য দেখতে পাবেন।

আনারসের জন্য প্রসিদ্ধ মধুপুরের আনারস বেচাকেনার বড় হাট অনুষ্ঠিত হয় জলছত্র নামক এলাকায়। এখানেই অবস্থিত বৃহত্তর কুষ্ঠ ব্যাধি হাসপাতাল। আছে সুবিশাল ভেষজ বনায়ন। কারিতাস সিল্ক ফ্যাক্টরি ও শোরুম। দুর্গাপুর গ্রামের পঞ্চপীরের মাজার এবং আম্বাড়িয়া গ্রামের জমিদার বাড়ি মধুপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম।

মধুপুর শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নয় বরং ইতিহাস ও ঐতিহ্যে আপনাকে মুগ্ধ করবে। ভিন্ন মাত্রার ভ্রমণের অভিজ্ঞতা পেতে চাইলে লাল মাটি সমৃদ্ধ ও চালা ও বাইদের মন ভোলানো লুকোচুরির মধুপুর আদর্শ জায়গা। রাজধানী থেকে ১৩৭ কিলোমিটার সড়ক দূরত্বে অবস্থিত এটি। মধুপুরে সড়কপথে যোগাযোগের সুব্যবস্থা আছে। তাই এখনই পরিকল্পনা করুন ঘুরে আসার।

লেখক: শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102