মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মধুপুরের পাহাড়ীয়া গড়াঞ্চলে নতুন ধরনের আদা চাষে কৃষকরা আনন্দে চাপড়ী ও গারো বাজারে হোটেলে মোবাইল কোর্ট, ২৩ হাজার টাকা জরিমানা মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা অপরুপ সৌন্দর্যে ভরপুর মধুপুর মধুপুরে করাতকলে মোবাইল কোর্ট, জরিমানা ৪০ হাজার

সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই-সাইদ সোহরাব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, ‘বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই। প্রত্যেকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করবেন। ধর্ম-বর্ণ-জাত নির্বিশেষে এ দেশে সবার সমান অধিকার রয়েছে।

গতকাল বৃস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ঘোষিত ৩১ দফায় নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার উল্লেখযোগ্য। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’

এসময় পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মৃধা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু, বিএনপি নেতা শরিফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খন্দকার মোবারক হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আলী আজম খান উথান, উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেন, জামুর্কী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার রাজিউল মাতীন ধ্রুব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102