সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ঘোষিত ৩১ দফায় নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার উল্লেখযোগ্য। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’
এসময় পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মৃধা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু, বিএনপি নেতা শরিফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খন্দকার মোবারক হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আলী আজম খান উথান, উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেন, জামুর্কী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার রাজিউল মাতীন ধ্রুব প্রমুখ উপস্থিত ছিলেন।