সীরাতুন্নবী (সা:) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মির্জাপুর উপজেলা শাখা সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে। মির্জাপুর ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ছাত্রশিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল আলীম খান ও উপজেলা শাখার সভাপতি মেরাজ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা, ছাত্র শিবিরের উপজেলা সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম লাবিব, উপজেলা পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইসমাঈল হোসেন জেলা, জেলা শিবিরের সদস্য যোবায়ের হোসেন। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।