মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মধুপুরের পাহাড়ীয়া গড়াঞ্চলে নতুন ধরনের আদা চাষে কৃষকরা আনন্দে চাপড়ী ও গারো বাজারে হোটেলে মোবাইল কোর্ট, ২৩ হাজার টাকা জরিমানা মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা অপরুপ সৌন্দর্যে ভরপুর মধুপুর মধুপুরে করাতকলে মোবাইল কোর্ট, জরিমানা ৪০ হাজার

টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠে বেশ উত্তাপ ছড়াচ্ছে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন। নির্বাচনকে সামনে রেখে আলোচনা জমে উঠেছে গ্রামগঞ্জের চায়ের দোকানগুলোতে। চলছে স্বরূপ আলোচনা। বিএনপি’র একাধিক ও জামায়াতে ইসলামীর একক প্রার্থী চষে বেড়াচ্ছে পুরো উপজেলা। অন্যান্য দলের প্রার্থীরাও নীরবে প্রচারণা চালাচ্ছে। ১৮টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা সাড়ে চার লাখেরও বেশি। ইতিহাস বলছে, ১৯৮১ সালের পর থেকে অদ্যাবধি একচেটিয়া আওয়ামী লীগের দখলে ছিল আসনটি। বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ধনবাড়ী রাজ পরিবারের সন্তান আশিকা আকবর এবং বিশিষ্ট শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপনও বারবার ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীর কাছে।

ভোটাররা বলছেন, এবার তারা এমন একজন প্রতিনিধি চান যিনি স্থানীয় উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেবেন। বিশেষত: শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বন সংরক্ষণ, সড়ক যোগাযোগ এবং যুব সমাজের কর্মসংস্থান- এই বিষয়গুলো ভোটারদের আলোচনায় বেশি উঠে আসছে। মধুপুর গড়ের প্রাকৃতিক সম্পদ ও ধনবাড়ীর কৃষিনির্ভর অর্থনীতি স্থানীয় রাজনীতিকে বিশেষ মাত্রা দিয়েছে।

ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আসনটি পুনরুদ্ধারের সুযোগ এসেছে বিএনপি’র সামনে। কিন্তু দলীয় কোন্দল, গ্রুপিং ও নিজেদের মধ্যে ঐক্য না থাকায় খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই দলটি। তাছাড়া বিএনপি থেকে বারবার মনোনয়ন পাওয়া দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনান স্বপন ফ্যাসিস্ট হাসিনার সরকারের এমপি-মন্ত্রীদের সঙ্গে সখ্যতা থাকায় এবং তাদের সংবর্ধনা অনুষ্ঠানে বারবার যোগ দেয়ায় তৃণমূল বিএনপি’র মধ্যে হতাশা ও নৈরাজ্য বিরাজ করছে। তৃণমূলের নেতাকর্মীরা মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও তাদের সামান্যতম খোঁজখবর রাখেননি বিএনপি’র এই নেতা। সুযোগটি কাজে লাগাতে মাঠে মরিয়া হয়ে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তৃণমূলের নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির)-এর বিরুদ্ধে টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ছোট মনিরকে সংবর্ধনা প্রদান করার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এমপি ও মন্ত্রীদের সঙ্গে আঁতাত করে চলায় তার বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমাও হয়নি। এর আগে ২০০১ ও ২০০৮ এ বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরও তিনি সাফল্য অর্জন করতে পারেননি। তৃণমূলের অভিযোগ, গত বছরের ৫ই আগস্টের পর স্বপন ফকির আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে নিরাপত্তা দিয়েছেন। যা দলের হাইকমান্ড অবগত। সে হিসেবে দলীয় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা হলেও দলীয় মনোনয়নে তিনি পিছিয়ে পড়বেন বলে অনেকে মনে করছেন।

এ ছাড়া বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীও নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বিএনপি’র দুর্দিনে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবারের অন্যান্য সদস্যসহ নেতাকর্মীদের মামলায় আইনি লড়াই করে পাশে থেকেছেন তিনি। বিভিন্ন আইনি জটিলতাগুলো তিনি সমাধান করার চেষ্টা করেছেন। বর্তমানে তিনিও বিএনপি’র মনোনয়ন দৌড়ে আছেন। নির্বাচনী এলাকা মধুপুর-ধনবাড়ী চষে বেড়াচ্ছেন।

অপরদিকে, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদও এ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে মাঠঘাট ও পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে তিনি যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। দুঃসময়ে দলের নিপীড়িত ও মামলা-হামলার শিকার নেতাকর্মী-সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন। তবে রাজনীতির বাইরেও একজন মানবিক ও পরোপকারী মানুষ হিসেবে সর্বমহলে সমাদৃত আজাদ। এ হিসেবে এলাকাবাসী তাকে এমপি হিসেবে দেখতে চান- এমনটাই বলছেন তার সমর্থকরা। তার নেতৃত্বে গত ৫ই আগস্ট বিজয় মিছিল ও ৩রা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় নেতাকর্মী-সমর্থকদের সর্বোচ্চসংখ্যক স্বতঃস্ফূর্ত উপস্থিতি মানুষের নজর কেড়েছে। বিএনপি’র তৃণমূলও মনে করছেন ১৯৮১ সালের পর থেকে এই আসনটি আওয়ামী লীগের দখলে ছিল, আর এই আসনটি পুনরুদ্ধার করতে কর্নেল আজাদই হতে পারে বিএনপি’র আশা। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক এমপি সৈয়দা আশিকা আকবরের ছেলে সমাজসেবক আফিফ উদ্দিন।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোন্তাজ আলী। সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী ইতিমধ্যে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি একজন আদর্শবান, সৎ, সাহসী, নম্র, ভদ্র, বিনয়ী, নিরহংকার স্বভাবের নির্লোভ মানুষ হিসেবে সমাজে অধিক পরিচিত।

এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী, দলের জেলা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা কে এম আনছার আলী, তিনিও একজন সৎ, আদর্শবান ব্যক্তি হিসেবে সমাজে পরিচিত। অপরদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী  হিসেবে  মনোনয়ন প্রত্যাশা করেছেন ধনবাড়ী উপজেলা এনসিপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম আপন। তিনি জানান, আমি সরকারি চাকরি করি, যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে চাকরি ইস্তফা দিয়ে জনগণের জন্য কাজ করবো।

সুত্র-মানবজমিন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102