মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

টাংগাইলে ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে শিশুছাত্রকে ধর্ষণের দায়ে হাফিজুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামরুজ্জামান এ রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি খন্দকার মো. রোকনুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার বেলটিয়া গ্রামের ময়দান আলীর ছেলে। তিনি টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ছিলেন।

আইনজীবী রোকনুজ্জামান জানান, হাফিজুল ইসলাম ২০১৯ সালের ২৩ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক আবাসিক ছাত্রকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় গিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। পরে হাফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে, সদর থানার এসআই মো. মনির আহমেদ মামলার তদন্ত শেষে সে বছরের ৩০ সেপ্টেম্বর হাফিজুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচারচলাকালে আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102