ঢাকার সাভার মডেল থানায় দায়ের করা ফজলে রাব্বি (২২) হত্যা মামলায় টাঙ্গাইল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১ নভেম্বর) র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার কলমাউত্তরপাড়া এলাকার জাকির আলী ভূঁইয়ার ছেলে রাতুল ভূঁইয়া (২২) ও তার স্ত্রী ফাহিমা আক্তার ইতি (২৩)।
কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, ভিকটিম ফজলে রাব্বি বাড়িতে গরু লালন পালন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৭ অক্টোবর বিকেলে কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরে আর বাড়িতে ফিরে না আসায় ও তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তবে, পাননি। এ ঘটনায় সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন তারা। ৩০ অক্টোবর দুপুরে পরিবারের লোকজন খবর পান, সাভারের উত্তরকমলা গ্রামে পরিত্যক্ত জঙ্গলের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় বস্তার ভেতর একটি মরদেহ পড়ে আছে। পরে ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ফজলে রাব্বির বলে শনাক্ত করেন।
এ ঘটনায় ভিকটিমের মামা ওহাব আলী বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের বেলটিয়াবাড়ি থেকে রাতুল ও ইতিকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাদের সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, রাতুল ও ইতি ৪ থেকে ৫ দিন আগে বিয়ে করে টাঙ্গাইলের বেলটিয়াবাড়ী এলাকায় বাসা ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, ইতির সঙ্গে রাব্বির পরকীয়া বা প্রেমের সম্পর্ক ছিল। সেই পরকীয়ার জেরে হত্যাকাণ্ড ঘটেছে। তবে, রাতুল ও ইতি এ বিষয়ে কোনো জবানবন্দি দেননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।