মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন

টাংগাইলে নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন প্রেয়সীকে সুলতান সালাউদ্দিন টুকুর শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৫’-এর ‘ক’ গ্রুপে রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে চ্যাম্পিয়ন টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তীকে বাসায় গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া এলাকায় প্রেয়সী চক্রবর্তীর বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা ও উপহার দেন তিনি।

প্রেয়সী চক্রবর্তী টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুরপাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুলের মেয়ে এবং একটি বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় প্রেয়সী চক্রবর্তী চ্যাম্পিয়ন হওয়ায় আমরা টাঙ্গাইলবাসী গর্বিত।

সে আগামীতে আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। সেই সঙ্গে টাঙ্গাইলের সুনাম বয়ে আনবে।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102