‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৫’-এর ‘ক’ গ্রুপে রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে চ্যাম্পিয়ন টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তীকে বাসায় গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া এলাকায় প্রেয়সী চক্রবর্তীর বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা ও উপহার দেন তিনি।
প্রেয়সী চক্রবর্তী টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুরপাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুলের মেয়ে এবং একটি বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় প্রেয়সী চক্রবর্তী চ্যাম্পিয়ন হওয়ায় আমরা টাঙ্গাইলবাসী গর্বিত।








