মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

টাংগাইলে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. আনোয়ার (৩৮) ও মো. ইমরান আলী (২২)।

র‍্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন আশিকপুর বাইপাস সড়কের পশ্চিম পাশে সিরাজগঞ্জগামী লেনে একটি চেকপোস্ট স্থাপন করে।

এসময় হলুদ রঙের একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় থামানোর সংকেত দিলে গাড়িটি থামে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িতে তল্লাশি চালানো হলে পিকআপে থাকা মোঃ আনোয়ার ও মোঃ ইমরান আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহনের কথা স্বীকার করেন।

তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মিনি পিকআপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৬ (ছত্রিশ) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত পিকআপটি ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102