টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার ভাওড়া ও আজগানা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, ভাওড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মোকলেসুর রহমান, আজগানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এমারত ও আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা শরিফুল ইসলাম রুদ্র।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়।








