টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তাররা হলেন পনির আহম্মেদ, মো. রায়হান মিয়া, নাজমুল হাসান নাঈম, আহাদুল্লাহ, রফিজ উদ্দিন, মালেক, ইসহাক আলী, আনন্দ সাহা, আবুল হোসেন মোফাজ্জল হোসেন এবং খোরশেদ আলী।








