মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

১৯৭১-এর পরাজিত শক্তি ইতিমধ্যে জাতির সামনে তাদের উগ্রতার প্রকাশ ঘটিয়েছে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ইতিমধ্যে জাতির সামনে তাদের উগ্রতার প্রকাশ ঘটিয়েছে। কাজেই এসব উগ্রবাদী শক্তি যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ও উপজেলা কমান্ড এ কর্মসূচির আয়োজন করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবেও তার ভূমিকা ছিল, যার মধ্য দিয়েই বিএনপির জন্ম। ১৯৯০ সালের গণ-আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটে। সবশেষ ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান।

প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সাফল্যের পেছনে শহীদ জিয়াউর রহমানের পরিবার ও বিএনপির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, আমি একটি নতুন টাঙ্গাইল গড়ে তুলতে চাই। টাঙ্গাইলের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ একটি মডেল টাঙ্গাইল প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মণ্ডলের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102