বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শীতার্ত ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বেড়াবুচনা পানির ট্যাংকি মোড়ে বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার কার্যালয়সহ কয়েকটি স্থানে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহসভাপতি মাওলানা মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক মেহেবুব ইসলাম রুমন ও কোষাধ্যক্ষ আল আমিন, মাতাব্বর শওকত হোসেনসহ অনেকে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।








